পড়া হয়েছে: 25
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজুকে আটক করেছে নগরীর পাহাড়তলী থানা পুলিশ।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদের সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে নগরীর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ।
তিনি জানান, শামশুদ্দোহা সিকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটকের পর থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানাচ্ছি।
জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় যুবলীগের এই সাবেক সভাপতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ