চট্টগ্রামে মহাধুমধামে রথযাত্রা উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে মহাধুমধামে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। আজ শুক্রবার (২৭ জুন) চট্টগ্রামের বিভিন্ন সনাতন ধর্মীয় সংগঠন ও মন্দির কর্তৃপক্ষের থেকে রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে।

নগরীর প্রবর্তক মোড়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সংঘ (ইসকন), নন্দনকানন ইসকন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও গৌর-নিতাই আশ্রম, গোল পাহাড় মহাশ্মশান কালীবাড়ি মন্দির, কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে জগন্নাথ দেবের রথ বের করা হয়েছে। লাখো সনাতনী ভক্ত জনতা ভগবান জগন্নাথ দেব,বলরাম ও সুভদ্রাকে রথে নিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বেরিয়েছেন।

নন্দনকানন ইসকন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও গৌর-নিতাই আশ্রম আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার রাজীব রঞ্জন ও অধ্যাপক জিনবোধি ভিক্ষু।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম অঞ্চল ধর্মীয় সম্প্রীতির অঞ্চল। এ ভূঅঞ্চলে হাজার হাজার বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিত সহাবস্থানে বাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য, কৃষ্টি। এ ঐতিহ্যকে লালন করে আমরা এগিয়ে চলছি। ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় রীতিনীতি আমরা যার যার ধর্মীয় অবস্থান থেকে পালন করি। আর রীতিনীতি পাালন শেষে আমরা সর্বধর্মাবলম্বীরা সার্বজনীন উৎসবে সামিল হই। এই ঐক্য ধরে রেখে চট্টগ্রামকে একটি গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই।

মেয়র রথযাত্রা উৎসবে আগত ভক্তদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার রাজীব রঞ্জন বলেন, সর্বধর্মের মিলনমেলা এই রথযাত্রা উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে ধর্মীয় ভ্রাতৃত্ববোধ আরও জাগ্রত হোক। অসাম্প্রদায়িক বাংলাদেশ তার চিরায়ত সংস্কৃতি ধারণ করে এগিয়ে যাক এ প্রত্যাশা করি।

এদিকে, স্ব স্ব ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠান থেকে রথযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভক্তবৃন্দরা। ভক্তরা নানা সাজে, নানা বর্ণে সেজে রথের সাথে নেচে গেয়ে আনন্দ উৎসব উদযাপন করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উৎসবের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। বিজিবি,সেনাবাহিনী, পুলিশ,র‌্যাবসহ সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলোা নিরাপত্তা নিশ্চিতে রথযাত্রার সাথে সম্মিলিত দায়িত্ব পালন করেছেন।

ভক্তদের সাথে কথা বলে জানা গেছে, অন্যান্য বারের চেয়ে এবার রথযাত্রার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী অধিকতর দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, রেডক্রিসেন্টসহ বিভিন্ন সেবামূলক সংস্থার পক্ষ থেকে রথযাত্রায় আগত ভক্তদের নানামুখী সেবা কর্মসূচি পালন করতে দেখা গেছে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top