হাসিনা পালানোর সংবাদে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত শফিকুল আলম

চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর ব্রেকিং নিউজ দিয়ে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি ‘দ্য সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া ২০২৫ (এসওপিএ) অ্যাওয়ার্ড’ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এটা আমার জন্য বড় খবর। “বাংলাদেশ বিপ্লব” এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন (সম্মানজনক স্বীকৃতি) পেয়েছি।

পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবিও যুক্ত করেন তিনি। ছবিতে দেখা যায়, এসওপিএ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির ব্যুরো প্রধান ছিলেন।

উল্লেখ্য, এসওপিএ পুরস্কারগুলো এশিয়ার মুক্ত সংবাদপত্রকে সমর্থন ও রক্ষা করার পাশাপাশি এই অঞ্চলের সবচেয়ে অসামান্য সাংবাদিক এবং প্রকাশকদের স্বীকৃতি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top