চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর টেরিবাজারের জুতার গলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলো হল- মা ক্লথ স্টোরের গোডাউন, ইফতি ফ্যাশন, রিয়াদ শপ ও আলভি বোরকা হাউজ।
শনিবার (২১ জুন) দিবাগত রাত সোয়া ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলভি বোরকা হাউসের মালিক মো. শাফায়েত বলেন, টেরিবাজারে মধ্যরাতে আগুন লেগে আমার দোকানসহ ৪টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে আমরা আসার আগে প্রায় জিনিসপত্রে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্য দোকানগুলো মিলে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইফতি ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মো. রিয়াদ বলেন, আমি মাত্র গত রোজার ঈদে দোকানটা শুরু করেছি। এর মধ্যে আমার দোকানটা পুড়ে গেল। আমার সব শেষ হয়ে গেছে। আমার প্রায় ১২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, রাত ৩টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকান থেকে চারটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন