চাটগাঁ নিউজ ডেস্ক : গণসচেতনতা ছাড়া এই শহরকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করা অসম্ভব। বাজারের লোকজন যেন ফুটপাথ ও খালপাড়ে পসরা সাজিয়ে না বসেন তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পুনর্বাসনের পরও যারা খালের পাশে এসে বসেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নগরের বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়কের সংস্কারকাজের ভিত্তি স্থাপন এবং বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে চাক্তাই ডাইভারশন খালের ব্রিজ সংস্কার কাজের উদ্বোধনকাল চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।
মেয়র বলেন, এই এলাকার স্কুল-কলেজ এবং রসুলবাগের জনগণের দীর্ঘদিনের ভোগান্তির একটি বড় কারণ ছিল ভেঙে যাওয়া এই ব্রিজটি। এটি পুনরায় নির্মাণ করা হয়েছে এবং সংযোগ সড়কের উন্নয়নকাজও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। চাক্তাই ডাইভারশন খাল নিয়মিত খনন ও পরিষ্কার হোক। কারণ যদি আমরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে পারি এবং সবাই মিলে এই খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করি, তাহলে বাকলিয়া জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।
আমরা শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা চাই নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি হোক—এই নগর আমাদের সবার, তাই পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবার।
তিনি এদিন ইপিজেড সড়কের কাজের পরিদর্শন করেন এবং সড়ক সংস্কারে চসিকের প্রকৌশল বিভাগকে দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক এমএ আজিজ, সিটি করপোরেশন প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, শাফকাত আমিন, প্রকৌশলী মোহাম্মদ আলী, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, সাবেক কাউন্সিলর সফরাজ কাদের রাসেল, নগর যুবদলের সাবেক সহ সভাপতি নাসিম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, মহানগর যুবদলের নেতা জাহেদুল হক, চকবাজার থানা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. সোহেল, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক প্রমুখ।
চাটগাঁ নিউজ/এসএ