চট্টগ্রামে করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী 

নিজস্ব প্রতিবেদক: করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে স্বাস্থ্য প্রশাসনের রীতিমত ঘুম হারাম। কারণ করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

যেখানে ডেঙ্গু আক্রান্ত ৮ জনের মধ্যে চার জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে, তিন জন ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আরেকজন বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, চট্টগ্রামে চলতি বছর ৩৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন। চলতি জুন মাসে আক্রান্ত হন ৭৬ জন। এ বছর মে মাসে ১১৬ জন, এপ্রিল মাসে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন ও জানুয়ারিতে ৭০ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৫৭ জন নগরীর এবং ১৮৮ জন জেলার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ১৯৪ জন পুরুষ, ৯৬ জন নারী ও ৫৫ জন শিশু রয়েছে। এ বছর জানুয়ারি ও মার্চে একজন করে মোট দুইজন মারা গেছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গুর ভয়াবহতা গত মে মাসে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছিল। তবে এ মাসে আক্রান্তের হার আবার কমে গেছে। বৃষ্টিপাত হলে মশা মরে যায়। বৃষ্টির পানিতে মশার লার্ভা টিকতে পারে না। তাই মশার উৎপাত কম থাকে সাধারণত। তবুও আমাদের সাবধানে থাকতে হবে।

চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ

Scroll to Top