সকালের বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তি

চাটগাঁ নিউজ ডেস্ক: সকালের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কিছু কিছু এলাকায় পানি জমেছে। আজ বুধবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে নগরের কয়েকটি এলাকায় পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দারাসহ কর্মস্থলের উদ্দেশে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুর রহমান বলেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল ৯টা থেকে আজ ৯টা পর্যন্ত ৬৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি তিন নম্বর সতর্ক সংকেত রয়েছে।

বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর জিইসও মোড়, আগ্রাবাদ, চৌমুহনী, বাকলিয়া, রাহাত্তারপুল এলকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকায় বিভিন্ন সড়ক।

নগরীর চৌমুহনী এলাকায় জলাবদ্ধতার কবলে পড়া হানিফ বলেন, ‘সকালে সবাই অফিসে যাচ্ছে। এই সময়ে সড়কে হাঁটু থেকে কোমড় সমান পানি। মানুষের ভোগান্তির শেষ নেই।’

রাহাত্তারপুল এলাকার পোশাকশ্রমিক তমা বিশ্বাস বলেন, ‘সকাল ছয়টা থেকে অফিসে যাওয়ার জন্য বের হতে হয়। পথে পানির কারণে গাড়ির উপস্থিতি কম ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি পেলাম।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top