পড়া হয়েছে: 34
মহেশখালী প্রতিনিধি: মহেশখালীতে রাজ মিস্ত্রীর কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিন (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত শাহিন মধুয়ার ডেইল এলাকার নেহাল উদ্দীনের সন্তান।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারস্থ পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বেলা সাড়ে ৩ টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়— পূর্ব ফকিরাঘোনা এলাকায় একটি নির্মাধীন বাড়িতে রাজমিস্ত্রী কাজ করতে গিয়ে শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন