পড়া হয়েছে: ৭
কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই বিআরডিবির উদ্যোগে দারিদ্র্য বিমোচনের জন্য উচ্চ মুল্যের পুষ্টিসমৃদ্ধ অপ্রধান শস্য প্রকল্পের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা বিআরডিবি মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির মহাপরিচালক আ. গাফফার খান।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্ব এসময় উপজেলা বিআরডিবি কর্মতর্তা আব্দুল্লাহ আল বাকের, দীপন চাকমা, শস্য উন্নয়ন কর্মকর্তা দীপন চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ৪ টি সমিতির ৪০ জন সুবিধাভোগী সদস্য অংশ নিচ্ছেন।