চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎ ও গ্যাস বিল দেওয়া নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল বড় কবরস্থান হামিদ হাজী মেন্ত্রীর বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. মোরশেদ (৪২) নগরীর পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা। অভিযুক্ত বড় ভাই জসিম উদ্দিন। তারা সেখানকার স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে মাসুদ পারভেজ নামে তাদের এক আত্মীয় জানান, এক মিটারে তারা দুই ভাই বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করতেন। বড় ভাই কোন বিল পরিশোধ করতেন না। এর আগে লোন নিয়ে ছোট ভাই মোরশেদ আলম তার স্ত্রী বকেয়া বিল পরিশোধ করেছেন। পরবর্তীতে বিল পরিশোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই জসিম ছোট ভাই মোরশেদের পেটে ছুরি দিয়ে দুইবার আঘাত করে। এতে ঘটনাস্থানে প্রাণ যায় ছোট ভাই মোরশেদ।
এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ ও তার বড় ভাই জসীমের মধ্যে ঝগড়া হয়েছিল। এর একপর্যায়ে জসীম উত্তেজিত হয়ে মোরশেদকে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন আহত মোরশেদকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পরিদর্শক তানভীর জানান, ঘটনার পর জসীম পালিয়ে গেছে। পুলিশ লাশ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ