পড়া হয়েছে: 103
আনোয়ারা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মশলা বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আনোয়ারায় বাজারে মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ মে) বিকালে উপজেলার জয়কালী বাজারে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলাকালীন সময়ে মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে ২টি মুদির দোকানীকে ৫ হাজার জরিমানা করা হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, উপজেলার জয়কালী বাজার এলাকায় মশলার বাজার তদারকি করা হয়। মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় দুই দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন