সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

চাটগাঁ নিউজ ডেস্ক: ফেসবুক পোস্টে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের কারণে জাতির কাছে ক্ষমা চাইতে এনসিপি নেতা সারজিস আলমকে এক আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন সারজিস আলমকে এই লিগ্যাল নোটিশ পাঠান।

এর আগে, বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট।

রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ।

পোস্টে সারজিস আলম লিখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’ আর এই পোস্ট ঘিরে তৈরী হয় সমালোচনা। কেউ কেউ এটিকে আদালত অবমাননার শামিল বলে মত দেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top