চাটগাঁ নিউজ ডেস্ক: আবারও চাঞ্চল্যকর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এবার গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ঢাকাইয়া আকবর। যাকে সবাই চিনে কারাগারে বন্দি ছোট সাজ্জাদের এন্ট্রি গ্রুপের লিডার হিসেবে।
আজ শুক্রবার (২৩ মে) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর। তাকে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাইয়া আকবর এক নারীসহ ৫-৬ নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে বিকেল থেকে ঘুরছিলেন। সন্ধ্যার পরপরই কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে এসে ঢাকাইয়া আকবরকে ঘিরে ফেলে। এ সময় অজ্ঞাত একজন তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে তার বুকে হাতে পেটে বেশ কয়েকটা গুলি লাগে বলে জানান স্থানীয় একজন ফুচকা বিক্রেতা। এসময় আকবরের সাথে থাকা সাঙ্গপাঙ্গরা পালিয়ে গেলেও, অজ্ঞাত সে নারী উঠে পড়েন আকবরকে গুলি করা একজনের বাইকে। গুলি বিনিময়ের এ ঘটনায় আকবরের পাশাপাশি আরও ২ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। যার মধ্যে এক শিশুও রয়েছে।
এ ঘটনায় আতংকিত হয়ে পড়া ঘুরতে আসা দর্শনার্থীরা দিগ্বিদিগ ছুটতে থাকেন। অক্সিজেন থেকে ঘুরতে যাওয়া মো. সোহেল জানান, আমরা ফুচকা খাচ্ছিলাম। কিছু বুঝে উঠার আগে শুনি গোলাগুলির শব্দ। তাড়াতাড়ি চেয়ারের নিচে আমি আর আমার স্ত্রী শুয়ে পড়ি। পরে দেখি আমাদের কয়েক হাত দূরত্বে একজন রক্তাক্ত অবস্থায় গড়াগড়ি খাচ্ছে।
এদিকে গুলিবিদ্ধ আকবরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে এক মহিলা কান্নাকাটি করছে আর বলছে ‘আঁর পুয়ারে মারি ফেলাইয়ি’। জানা গেছে হাতে গুলিবিদ্ধ হওয়া শিশুটি তার সন্তান। তার ঠিক পাশেই গুলিবিদ্ধ অবস্থায় গড়াগড়ি করছে ঢাকাইয়া আকবর। পরে শিশুটিসহ গুলিবিদ্ধ তিনজনকেই উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি জানতে চাইলে পতেঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চাটগাঁ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাবেন বলে ফোন কেটে দেন।
অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত একজন চিকিৎসক চাটগাঁ নিউজকে বলেন, পতেঙ্গা এলাকায় গুলিবিদ্ধ এক যুবককে আনা হয়েছে। তার শরীরে অন্তত ৬টি গুলি লেগেছে। বর্তমানে তার অপারেশন চলছে। যদিও তার অবস্থা সংকটাপন্ন।
উল্লেখ্য, গত ৩০ মার্চ নগরীর বাকলিয়ায় আলোচিত ডাবল মার্ডারের ঘটনা ঘটে। যে মার্ডারে প্রধান আসামি করা হয়েছে কারাগারে বন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে। এবারও ঢাকাইয়া আকবরকে হামলার পেছনে ছোট সাজ্জাদের হাত আছে বলে সন্দেহ করছে ঢাকাইয়া আকবরের অনুসারীরা।
চাটগাঁ নিউজ/জেএইচ