নিজস্ব প্রতিবেদক: নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩০ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ মে) আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে এ অভিযান পরিচালনা করেছে চান্দগাঁও থানা পুলিশ।
এ ব্যাপারে চান্দগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, চান্দগাঁও থানা এলাকায় জুয়া, মাদক ব্যবসা, কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপ চলবে না। এ ব্যাপারে কমিশনার স্যারের জিরো টলারেন্স নির্দেশনা রয়েছে। আমাদের পুলিশ সদস্যদের নিরন্তর সহাযোগিতা ও আন্তরিক দায়িত্ব পালনের কারণে আমরা চান্দগাঁও থানা এলাকাকে শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে পারব।
তিনি বলেন, আমাদের ১০টি টিম কাজ করছে। আজকের অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩০ জন তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। তালিকা তৈরির কাজ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অসামাজিক কার্যকলাপ আমরা শূন্যের কোটায় নামিয়ে আনব।
পুলিশ সূত্রে জানা গেছে, বহদ্দার হাট এলাকায় হোটেল মরিয়ম, হোটেল রাজ, হোটেল নিরিবিলিসহ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ