যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

চাটগাঁ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের দুই কর্মকর্তা গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২১ মে) রাতে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের সামনে এই হামলার ঘটনা ঘটে।

মেট্রোপলিটন পুলিশ প্রধান পামেলা এ. স্মিথ জানান, হামলার ঘটনায় ৩০ বছর বয়সী ইলিয়াস রডরিগেজকে আটক করা হয়েছে। তিনি শিকাগোর বাসিন্দা। ঘটনার আগে তাকে মিউজিয়ামের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তিনি চারজনের একটি দলের দিকে পিস্তল তাক করে গুলি চালান। নিহতরা সেই দলের অংশ ছিলেন।

আটকের পর রডরিগেজ ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেন।

ইসরায়েলের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ইয়েখিয়েল লাইটার জানান, নিহতরা একটি প্রেমিক যুগল ছিলেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা করছিলেন। নিহত যুবক সম্প্রতি আংটি কিনেছিলেন এবং জেরুজালেমে প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার কথা ছিল।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন, ফেডারেল কর্তৃপক্ষ হামলার তদন্ত করছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এই বর্বর হামলার বিচার নিশ্চিত করা হবে।’

ঘটনার সময় মিউজিয়ামে একটি অনুষ্ঠান চলছিল, যার আয়োজন করেছিল আমেরিকান জিউইশ কমিটি। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমন ভয়াবহ সহিংসতায় আমরা স্তম্ভিত। আমাদের মনোযোগ এখন শুধু ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের দিকে।’

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং বলেন, আমরা আরও তথ্য জানার চেষ্টা করছি। প্রার্থনা করছি এই সহিংসতার শিকারদের জন্য।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই হামলাকে ‘ইহুদিবিদ্বেষমূলক সন্ত্রাস’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে ইসরায়েল তার নাগরিক ও কূটনীতিকদের সুরক্ষায় কঠোর অবস্থান নেবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top