বায়েজিদে নকল যৌন উত্তেজক ওষুধ তৈরি, আটক ৪

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় গোপন কারখানা থেকে নকল যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বিদেশি ওষুধের নকল প্যাকেট, ক্যাপসুল তৈরির খালি শেল ও মেশিন উদ্ধার করা হয়।

সোমবার (১৯ মে) রাতে কুলগাঁও দাইয়াপাড়া নয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. জাকারিয়া (৩৫), নাঈম ইসলাম অনিক (২৮), মো. আনিছ (৩৫) ও মো. জুনায়েদ (২০)

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

তিনি জানান, পুলিশ প্রথমে অভিযানে গিয়ে চারজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে নয়া মাজার রোডের ওসমানের বিল্ডিংয়ের নিচতলা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ, ওষুধ তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম।

তিনি আরও জানান, চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অবৈধ ওষুধ তৈরি করে আসছিল বলে আমরা ধারণা করছি। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top