চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ ১নং সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তবে তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে পাঁচলাইশ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারি বৃষ্টির কারণে সড়কে প্রচণ্ড জলাবদ্ধতা তৈরি হয়। ওই নারী হাঁটার সময় রাস্তার ঢাল কিংবা পাশের বাধ স্পষ্ট দেখতে না পারায় একটি বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি চলে যান। পাশেই থাকা বৈদ্যুতিক খুঁটিতে অসাবধানতাবশত হাত লাগতেই তৎক্ষণাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সেকেন্ডের মধ্যেই তিনি জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, নিহত নারীর হাতে দুটি কালো ব্যাগ ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পানিতে পড়ে যান। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে জলাবদ্ধতা সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। প্রতিবছর বর্ষায় এই ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে চলাফেরা করতে হয় সাধারণ মানুষকে।
স্থানীয়দের দাবি, “জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধান ও বৈদ্যুতিক খুঁটিগুলো নিয়মিত পরীক্ষা করে নিরাপদ করা হোক।”
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ