উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রশিদ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতার রশিদ উপজেলার বালুখালী ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত রমজান আলীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালিত স্কুলে শিক্ষকতা করছিলেন।
সোমবার (১৯ মে) বিকেলে বালুখালী হিন্দুপাড়া সড়কের মুখ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
ঘটনার সাথে জড়িত আরও একজন ছালামত উল্লাহ (৪০) কে পলাতক আসামি করা হয়েছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে গ্রেফতার রশিদের স্ত্রী জিসান আক্তার (২৩) দাবি করেন, আমার স্বামী নির্দোষ। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তার সামান্য বেতনে কোনো রকমে আমাদের সংসার চলে। এখন সন্তান নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না। তিনি আরও বলেন, ছালামত উল্লাহর কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিল সে। এরপরই খবর পাই, অজ্ঞাত ব্যক্তিরা তাকে ধরে নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, রশিদ এলাকার পরিচিত একজন ভদ্র ও নম্র স্বভাবের যুবক। তাকে এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে দেখিনি।
এদিকে এলাকাবাসী ও রশিদের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে নির্দোষ হলে তার মুক্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন