চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম হাটহাজারীতে দুই পক্ষের মারামারির জেরে প্রতিপক্ষের হামলায় মানিক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মানিক একই বাড়ির মৃত জামালের ছেলে। মানিক মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
সোমবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ মাদার্শার মুকুম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, মুকুম তালুকদার বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় সোমবার রাতে মানিক নিহত হয়।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আহম্মেদ আশরাফ জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহম্মেদ জানান, এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দুজনকে আটকও করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন