ক্রীড়া ডেস্ক: শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলেই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। সেটা আর হচ্ছে না। বাড়তি আরেকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে লিটন দাসের দলকে। দুই ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজটি তাই তিন ম্যাচের দাঁড়িয়েছে।
আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২১ মে তৃতীয় টি-টোয়েন্টি খেলবে দুই দল। বাড়তি ম্যাচটিও শারজাতেই হবে। আর সময়ও পূর্বের দুটির মতোই বাংলাদেশ সময় রাত ৯টায়।
দুই দল যে বাড়তি আরেকটি টি-টোয়েন্টি খেলবে তা গতকালই চাউর হয়েছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা আজই আসল। গতকাল বাড়তি ম্যাচ খেলার বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস কালের কণ্ঠকে বলেছিলেন, ‘বিসিবির পক্ষ থেকে একটি বাড়তি একটি ম্যাচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই মুহূর্তে দলের সঙ্গে আমিরাতে থাকা বোর্ড সভাপতি (ফারুক আহমেদ) ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান (নাজমুল আবেদিন ফাহিম) বিষয়টি দেখছেন।
চলমান সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলে সিরিজ নিজেদের করে নেবেন লিটন-তাওহীদ হৃদয়রা। আর এই সিরিজ শেষেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।
চাটগাঁ নিউজ/এমকেএন