টেকনাফে মাদক পাচারকারী-কোস্টগার্ডের গোলাগুলি, আটক ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের সঙ্গে মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ একজনসহ তিন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করা হয়। এসময় ৩০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১৯ মে) ভোররাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের তুলাতলী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

আটকরা হলেন— মো. ইলিয়াস (৩০), নূর মোহাম্মদ(৬১) এবং আব্দুর শক্কুর(৪০)। তারা সবাই উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত ট্রলারকে থামার সংকেত দিলে পাচারকারীরা ট্রলারের গতি বাড়িয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পালটা গুলি চালায়। এ সময় ট্রলারটিকে ধাওয়া দিয়ে জব্দ করার পর গুলিবিদ্ধ আব্দুল শক্কুর (৪০) সহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়। পরে তাতে তল্লাশি চালিয়ে একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা ও ৩০ হাজার পিস ইয়াবা জব্দ হয়।’

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, আহত মাদকপাচারকারীকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ ও আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top