সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে যুবলীগ নেতা মুসলিম উদ্দিন হত্যা মামলার আসামী সাইফুল ইসলাম ওরফে রাকিব (২০) ও আলতাফ হোসেন ওরফে জিহান (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ মে) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত ১০ এপ্রিল সীতাকুণ্ডে যুবলীগ নেতা মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ১৪ এপ্রিল তাঁর স্ত্রী মোছাম্মৎ লিমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাকিব ও জিহানসহ চারজনের নাম উল্লেখ করে পাশাপাশি অজ্ঞাতনামা আট-দশজনকে জনকে আসামি করা হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বিষয়টি নিশ্চিত বলেন, মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে গতকাল গভীর রাতে গোপ্তাখালী এলাকায় অভিযান চালানো হয়। এতে মামলার মূল আসামি রাকিব ও তাঁর সহযোগী জিহানকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন