চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় মো. আনিসুল ইসলাম রিকন (২৮) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থানার বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিকন কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার সিকদার বাড়ির মো. ছাবেরের ছেলে। তিনি নগরের খুলশী থানায় দায়ের হওয়া ওই মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।
র্যাব জানায়, রিকন দক্ষিণ পতেঙ্গা এলাকার বিজয়নগরে অবস্থান করছে গোপনে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর খুলশী থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় (মামলা নম্বর-১৫) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় অভিযোগ আনা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক এ আর এম. মোজাফফর হোসেন জানিয়েছেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনিসুল ইসলাম রিকনকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন