বোয়ালখালী আওয়ামীলীগ নেতা সদরঘাটে গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ নেতা সঞ্জয় ভঞ্জকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাত ৯টায় নগরীর একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সঞ্জয় ভঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

তিনি পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রাম এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সঞ্জয় ভঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top