পড়া হয়েছে: 13
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মাটিবোঝাই ডাম্পারের ধাক্কায় নুরুল ইসলাম (৫০) নামে এক রোহিঙ্গা জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে টেকনাফের হ্নীলা লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম টেকনাফের হ্নীলা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ ডি ব্লকের মৃত আব্দু সাত্তারের ছেলে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দ্রুতগতির মাটিবোঝাই একটি ডাম্পার লেদা টাওয়ার এলাকা দিয়ে টেকনাফের দিকে যাওয়ার সময় নাফ নদীতে মাছ শিকারে যাওয়া নুরুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রোহিঙ্গার ক্যাম্পে খবর দিলে স্বজনরা এসে মরদেহ নিয়ে যান।
এসআই শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের দল পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন