রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ ফোরকান (৫২) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে গলায় ঝাড়ু-জুতার মালা পরিয়ে হেনস্থা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকালে রাউজান উপজেলার ১০ নম্বর পূর্বগুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আয়শা বিবির বাড়িতে এ ঘটনা ঘটে।
মো. ফোরকান একই এলাকার তাজের মুল্লুক ওরফে ভুইল্যার ছেলে। ফোরকান একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি বলে জানিয়েছে দলীয় একটি সূত্র এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বলে আওয়ামী লীগের একটি ফেসবুক পেইজে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় বেশকিছু ভিডিও চিত্র সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ফোরকানকে মাথা ন্যাড়া অবস্থায় গলায় ঝাড়ু-জুতার মালা পরিয়ে কিছু যুবক কিল-ঘুষি, লাথি মারছে। তার অস্ত্র কোথায় জিজ্ঞেস করছে। মারের আঘাতে তিনি চিৎকার করে হাউমাউ করে কাঁদছে। বসতে চাইলে বাধা দিচ্ছে। বেশকিছু মানুষ তামাশা দেখছে আর মোবাইলে ভিডিও, ছবি নিচ্ছে।
স্থানীয় কয়েকজনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও অনাঙ্ক্ষিত ভয়ে এই বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মো. ফোরকানকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। তিনি আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলীগ কমিটির স্থানীয় কার্যালয় ভাংচুর মামলার এজহার নামীয় আসামী।
তাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। শনিবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা তাকে মাথা ন্যাড়া করে ঝাড়ু-জুতার মালা পড়িয়ে এলাকায় ঘুরিয়েছে বলে তিনি জানান। তবে, তাদের পরিচয় তিনি নিশ্চিত করেন নি।
উল্লেখ, মো. ফোরকান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অনুসারী ছিলেন। তৎসময়ে আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে তার উপস্থিতি দেখা যেত।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন