এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ

চাটগাঁ নিউজ ডেস্ক : আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’। নবগঠিত এই সংগঠনের ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে তারিকুল ইসলামকে আর সদস্যসচিব মনোনীত হয়েছেন জাহেদুল ইসলাম। মুখ্য সংগঠকের পদে এসেছেন ফরহাদ সোহেল। আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে ডা. জাহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক কমিটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সচিব দ্যুতি অরণ্য, মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ ইকবাল। শিগগিরই যুবশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম।

এদিকে, আত্মপ্রকাশ অনুষ্ঠান বিকাল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও বিকেল ৪টা ৪০মিনিটে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করে। এর আগে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের সব ডকুমেন্টারি প্রচার করা হয়। গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন স্লোগানের পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করে তরুণরা। সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসাউদ ,শহীদ পরিবারের সদস্য ও জুলাই আহতরা উপস্থিত ছিলেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা চার দিন ধরে রাস্তায় বসে আছেন। আমাদেরও মন কাঁদে। সরকারের প্রতি আহ্বান জানাই, সঠিক ও সুষ্ঠু সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের মুক্তি দিন৷ তা না হলে ছাত্র জনতার দাবির মুখে কি হবে সেই সিকিউরিটি দিতে পারছি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে রয়েছে। না তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে, না আবাসন সমস্যা সমাধান হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top