আদালতে নিলামে বিক্রি হলো চোরাই ৩ গরু

নিজস্ব প্রতিবেদক: চোরাই জিনিসপত্র উদ্ধার করার পর নিয়মানুযায়ী পুলিশ তা আদালতে হস্তান্তর করে। আইনী কার্যক্রম শেষে সেগুলো মালখানায় জমা পড়ে। তবে মালখানা তো জড়বস্তুর জন্য। জীবিত প্রাণীকে তো আর মালখানায় গচ্ছিত রাখা যাবে না। এমন অবস্থায় চোরাই কোন জীবিত প্রাণী উদ্ধার হলে আদালতের পক্ষ থেকে তা নিলামে বিক্রি করে দেয়া হয়। আর এ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা পড়ে।

চট্টগ্রাম আদালতেও বৃহস্পতিবার বিকালে তিনটি চোরাই গরু উদ্ধার পরবর্তী নিলামের মাধ্যমে বিক্রয়ের ঘটনা ঘটেছে।

আকবর শাহ থানা পুলিশের উদ্ধারকৃত তিনটি চোরাই গরু নিলামের মাধ্যমে বিক্রি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ নিলাম অনুষ্ঠিত হয়। তবে ঘটনাটি জানাজানি হয়েছে শুক্রবার (১৬ মে)।

আদালত সূত্রে জানা গেছে, গরু তিনটির ক্রয়ের উদ্দেশ্যে আদালতে মোট ১১৯টি টোকেন বিক্রি হয়েছে। টোকেনগুলো ক্রেতারা দর হাঁকানোর উদ্দেশ্যে কেনেন। এ ১১৯টি টোকেনের মধ্যে দর কষাকষি শেষে ১ লাখ ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। ভ্যাট-আয়কর মিলে ক্রেতাকে পরিশোধ করতে হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা।

এ ব্যাপারে গরুগুলোর ক্রেতা মো. ফরহাদুল আলম জানান, আকবরশাহ থানা পুলিশ গত ৮ এপ্রিল চোরাই গরু তিনটি উদ্ধার করে। গত ১২ মে এ সংক্রান্ত পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। গতকাল কোর্টে নিলাম অনুষ্ঠিত হয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top