উখিয়ায় অবৈধ করাতকল গুঁড়িয়ে দিল প্রশাসন

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে গাছ কেটে চিরাই করার অভিযোগে অভিযান চালিয়ে ৪টি অবৈধ করাতকল গুঁড়িয়ে দিল বনবিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ টিম।

বৃহস্পতিবার (১৫ মে) বিকালে উপজেলার পালংখালী ও থাইংখালী বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর রহমান শাহিনসহ স্থানীয় বনবিভাগের কর্মকর্তারা।

বনবিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে অবৈধভাবে করাতকল চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়৷

অবৈধ করাতকলের মালিকরা হলেন, পালংখালী ইউনিয়নের মৃত নাজির হোসেনের পুত্র মকবুল হোসেন (৫০), মো. ইয়াসিন(৪০), হান্নান মিয়ার পুত্র জাহেদ হোসেন (৩৩) ও মৃত মোজাহের মিয়া পুত্র আবু তাহের (৪২)।

থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ জানান, পালংখালী-থাইংখালীতে অবৈধভাবে বনবিভাগ জায়গা দখল ও করাতকলের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে কাজ পরিচালনা করছি৷ বন উজাড় ও পরিবেশবিধ্বংসী তৎপরতা রোধে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চলবে।

রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর রহমান শাহিন জানান, বৃহস্পতিবার অভিযানে চারটি করাতকল উচ্ছেদ করা হয়েছে এবং প্রাথমিকভাবে আনুমানিক ২২০ ঘনফুট জ্বালানি কাঠ ও ৩টি ইঞ্জিন জব্দ করা হয়েছে। জব্দকৃত করাতযন্ত্র ও কাঠ বন আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জানান, বন রক্ষায় প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে করাতকল স্থাপন ও গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, উখিয়ার সংরক্ষিত বনাঞ্চল প্রাকৃতিক সম্পদের ভান্ডার হলেও আওয়ামী সরকার আমল থেকে তা দখল ও লোপাটের মুখে রয়েছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top