রাঙামাটিতে আরও এক সিগারেট পাচারকারী গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির অবৈধ বিদেশি সিগারেট পাচারের সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) শহরের আসামবস্তি এলাকায় অভিযান চালিয়ে মো. ইমরান আলম নামের এক অবৈধ সিগারেট পাচারকারীকে গ্রেফতার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার হওয়া ইমরানের বিরুদ্ধে অবৈধ সিগারেট পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ইমরান আলম রাঙামাটি শহরের ৭নং ওয়ার্ডের আলম ডক ইয়ার্ডের ভাড়াটিয়া বাসিন্দা হলেও তার মূল বাড়ি হাটহাজারীর গুমানমর্ধন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আক্রম আলী সারাং বাড়ি।

সম্প্রতি রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ২০ লাখ টাকার শুল্কবিহীন অবৈধ বিদেশি সিগারেট জব্দের ঘটনায় মামলার তদন্তে ইমরানসহ আরও বেশ কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এছাড়াও চলতি বছরের ২৩ মার্চ রাঙামাটি থেকে চট্টগ্রাম পাচারের সময় হাটহাজারীতে ডিবি পুলিশের অভিযানে প্রায় কোটি টাকার অবৈধ সিগারেটসহ দুই জন আটকের ঘটনায় দায়েরকৃত মামলার ৭নং আসামী হিসেবে ইমরানের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top