চাটগাঁ নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মুখে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছড়া, শ্লোক, স্মৃতিচারণ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন গ্রামবাসী।
বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শেষে নিজের গ্রামের বাড়ি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের গ্রামের বাড়ি বাথুয়ায় যান তিনি। তাঁকে দেখতে গ্রামের নারী-পুরুষ ছুটে আসেন। তিনি গ্রামবাসীর সঙ্গে কূশলাদী বিনিময় করেন। পরে তিনি দাদা-দাদির কবর জেয়ারত করেন।
এসময় গ্রামবাসীর উদ্দেশ্যে ড. ইউনূস বলেন, আমার ছোটবেলার সব স্মৃতি এ গ্রামের। ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে, আর চিনি না। অনেকে আছে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। ছোটবেলায় ছড়ার মতো বলতাম, ‘আবদুর রশীদ ঠেন্ডলের ঠাট/ নজু মিয়া হাট, দুলা মিয়ার জালা বাড়ি/শোলক মিয়ার মোটর গাড়ি। ’
তিনি বলেন, তখন আমাদের দাদারা মোটর গাড়ি নিয়ে আসতেন। এ কথা চিন্তা করতেও কেমন লাগছে। দেশে তখন মোটর গাড়ি কেউ চিনতও না। এসব কথা মনে পড়ছে। একের পর এক পরিবর্তন হচ্ছে। পরবর্তীতে শুনলাম ‘নজু মিয়া হাট বলে শ’র অই গেইয়ে। শ’র বলে বিলেত অই গেইয়ে। ’ এখন তো নজুমিয়া হাট শহর হয়ে গেছে মনে হচ্ছে। আপনাদের শহর মনে হচ্ছে? আরও হবে।
খুব ভালো লাগছে সবাইকে দেখে। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সভায় এসেছিলাম। বাড়ির কাছে এসেছি, কোনো রকমে বাড়ির দিকে নিয়ে যেতে পারো কিনা দেখো। নড়াচড়া করা মুশকিল, অনেক আয়োজন লাগে। সবার সঙ্গে দেখা করে গেলাম। আশাকরি, ভবিষ্যতে আরও আসা-যাওয়া হবে। আমার জন্য দোয়া রাখবেন।
চাটগাঁ নিউজ/এসএ