ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চাটগাঁ নিউজ ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার’ (ডি-লিট) ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বুধবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ ডিগ্রি প্রদান করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেই একসময় শিক্ষকতা করেছিলেন এই গুণীজন। ১৯৭২ সালে চবিতে শিক্ষকতা শুরু করে প্রায় এক দশক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শিক্ষার্থীদের সান্নিধ্য, পাহাড়-জঙ্গলের মাঝে গড়ে ওঠা এই প্রিয় ক্যাম্পাস। সব মিলিয়ে তার স্মৃতির ভাণ্ডার জুড়ে রয়েছে চবির নাম।

সমাবর্তনে প্রায় ২২ হাজার ৬০০ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠানে চবির সিনেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top