হারানোর ১০ ঘণ্টার মধ্যে যেভাবে খুঁজে পেলেন ৩ লক্ষ টাকা!

চাটগাঁ নিউজ ডেস্ক: আবদুর রশিদ ওরফে বেট্টু মাঝি, নগদ ৩ লক্ষ টাকা সাথে নিয়ে সিএনজি করে চাক্তাই মার্কেটে যাচ্ছিলেন বোটের মালামাল ক্রয়ের জন্য। কিন্তু ভুলে তিনি টাকার ব্যাগটি সিএনজির ভেতরে রেখেই নেমে যান গন্তব্যস্থলে।

যদিও ড্রাইভারের জানা ছিল না ব্যাগ ও ব্যাগে থাকা টাকার বিষয়টি। তিনি আবদুর রশিদ থেকে ভাড়া নিয়ে চলে যান অন্য ভাড়ার তাগিদে।

পরে টাকার কথা মনে পড়লে ভুক্তভোগী রশিদ চাক্তাইয়ের আশেপাশে গিয়ে সিএনজি এবং টাকাগুলো খুঁজতে থাকেন, পরবর্তী না পেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।

অন্যদিকে উক্ত গাড়ির ড্রাইভার মো. হারুনও খুঁজতে থাকে তার গাড়িতে পাওয়া টাকার প্রকৃত মালিককে।

বিস্তারিত ভিডিওতে…………………………………..

Scroll to Top