চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থী ও আগতদের জন্য পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলেকট্রিক কার (ই-কার)।
মঙ্গলবার (১৩ মে) থেকে আগামী দুইদিন ক্যাম্পাসজুড়ে ৪টি ই-কার চলাচল করবে বলে জানিয়েছেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
তিনি বলেন, ‘আজ থেকে দুইদিন ই-কারগুলো পরীক্ষামূলকভাবে চলবে। যদি এটি সফল হয়, তাহলে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রীসেবা চালু করা হবে।’
ড. কামাল আরও জানান, ই-কারগুলো আজ মঙ্গলবারই ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ক্যাম্পাসে আনা হয়েছে। এর সুষ্ঠু ব্যবহার ও কার্যকারিতা দেখে শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে তারা এই সেবা চান কিনা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ই-কার চালু হলে চবি ক্যাম্পাসে পরিবেশ দূষণ কমবে এবং অভ্যন্তরীণ যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। পরীক্ষামূলক চলাচলের সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মতামত নেয়া হবে বলেও জানানো হয়।
এর আগে চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার নিজে ড্রাইভার সিটে বসে ই-কার চালিয়ে উদ্বোধন করেন। এসময় ই-কারে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামিম উদ্দিন খান।
এদিকে ক্যাম্পাসে ই-কার চলতে দেখে উচ্ছ্বসিত চবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। উদ্বোধনের প্রথমদিনেই চবির সাবেক শিক্ষার্থীদের ই-কারে ঘুরে চড়তে দেখা গেছে। যা সমাবর্তনকে ঘিরে তৈরী করেছে বাড়তি উম্মাদনা।
সমাবর্তনে গাউন সংগ্রহ করতে আসা লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী বিল্লাল হোসেন জানান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চবি ক্যাম্পাসে প্রকৃতিবান্ধব ই-কার চালু সত্যিকার অর্থে যুগান্তকারী পদক্ষেপ। আমি আমার ওয়াইফকে নিয়ে চড়েছি। ভালোই লেগেছে।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান শিক্ষার্থী মোহনা বখতিয়ার বলেন, ক্যাম্পাসে ই-কার আসছে শুনেছি অনেক আগে। এবার সত্যি সত্যি চোখের সামনে দৃশ্যমান। সিএনজি ও ব্যাটারি রিকশাওয়ালাদের দৌড়াত্ম এবার কিছুটা কমবে।
চাটগাঁ নিউজ/জেএইচ