পড়া হয়েছে: 20
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন প্রকাশ মনুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মনির উদ্দিন শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলেকদিয়া কাটার মৃত কবির আহমদের ছেলে।
সোমবার (১২ মে) দিবাগত রাত ২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় একজন অস্ত্রধারী আত্মগোপনে রয়েছে; এমন তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে মনির উদ্দিন প্রকাশ মনুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে তার বাড়ির গোয়াল ঘরে থেকে একটি দেশীয় তৈরি এলজিসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন