ফটিকছড়িতে কৃষি জমির টপসয়েল কাটায় ৭৫ হাজার টাকা জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছডির নারায়ানহাট ইউনিয়নে কৃষি জমির টপসয়েল কাটায় এমরান নামে এক যুবককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এর আগে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরালিয়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে একটি পরিত্যাক্ত স্কেভেটর জব্দ করা হয়।

এ সময় কাউকে পাওয়া না গেলে স্কেভেটরটি স্থানীয় মেম্বারের জিম্মায় দেয়া হয়। পরবর্তীতে মাটি কাটার বিষয়টি স্বীকার করায় স্কেভেটর মালিক এমরানকে মাটি ও বালি ব্যবস্থাপনা আইনে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আর মাটি কাটবে না মর্মে তার থেকে মুচলেকা নেয়া হয়

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম বলেন, যারা অবৈধ বালু ও মাটি ব্যবসার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top