চট্টগ্রাম ওয়াসাকে ২৮ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। সংস্থার আওতাধীন ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন’ (আইডিএ) থেকে দুটি উইন্ডোর মাধ্যমে ১৪ কোটি ডলার করে এ ঋণ দেওয়া হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানায়, শনিবার (১০ মে) আইডিএ’র সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে বাংলাদেশ। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং এবং আইডিএ’র পক্ষে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ মার্টিন সই করেন।

ইআরডি জানায়, প্রকল্পটির আওতায় চট্টগ্রাম মহানগরীতে নিরাপদ, নির্ভরযোগ্য ও জলবায়ু সহনশীল পানি সরবরাহ বৃদ্ধি, উন্নত স্যানিটেশন ব্যবস্থার উন্নতি, চট্টগ্রাম ওয়াসার পরিচালন দক্ষতা উন্নয়ন এবং আর্থিক ক্ষমতা টেকসইকরণ করা হবে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন চট্টগ্রাম ওয়াসা কর্তৃক বাস্তবায়িতব্য এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে আগামী ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্প ঋণের বিষয়ে ইআরডি জানায়, প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক-এর ‘স্কেল-আপ উইন্ডো-শর্টার ম্যাচিউরিটি লোন’ থেকে ১৪ কোটি ডলার (সম পরিমাণ ১০ কোটি ৫২ লাখ এসডিআর) ঋণ দেওয়া হবে। ছয় বছর গ্রেস পিরিয়ডসহ এটি পরিশোধের মেয়াদ মোট ১২ বছর। এ ঋণের উত্তোলিত অর্থের ওপর কোন সার্ভিস চার্জ, কমিটমেন্ট ফি ও সুদ দিতে হবে না।

ইআরডি জানায়, ঋণের অবশিষ্ট ১৪ কোটি ডলার (সম পরিমাণ ২,১৩৪ কোটি ৫১ লাখ জাপানিজ ইয়েন) দেওয়া হবে বিশ্বব্যাংক-এর ‘স্কেল-আপ উইন্ডো’ থেকে। ঋণের এ অংশের বিপরীতে ফ্রন্ট-এন্ড ফি বাবদ ০.২৫% প্রদান করতে হবে। এছাড়া গৃহীতব্য এ ঋণের অনুত্তোলিত অর্থের ওপর কমিটমেন্ট ফি বাবদ ০.২৫% প্রদেয়; এবং এ ঋণের সুদের হার হবে ‘টোকিও ওভারনাইট এভারেজ রেট’ (টোনা)+ভেরিয়েবল স্প্রেড। পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ এ ঋণ পরিশোধের মেয়াদকাল ৩৫ বছর।

ইআরডি জানায়, বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম বহুপাক্ষিক উন্নয়ন অংশীদার। স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য ৪ হাজার ৩৫০ কোটি ডলারেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে যা বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতা দৃঢ় করেছে। বর্তমানে, বিশ্বব্যাংক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে ৪৭টি চলমান প্রকল্পের জন্য ১ হাজার ৩১০ কোটি ডলার অর্থায়ন করছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top