চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে নদী রক্ষায় চার দিনব্যাপী সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার শেষ দিনে ঐতিহ্যবাহী সাম্পান বাইচ প্রতিযোগিতার ১৯তম আসর সম্পন্ন হয়েছে।
রোববার (১১ মে) বিকেলে কর্ণফুলী নদীর ফিরিঙ্গি বাজার ঘাট থেকে সাম্পান বাইচ প্রতিযোগিতা শুরু হয়ে চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় ১০ প্রতিযোগীকে পিছনে ফেলে ১ম হয় ইছানগর কর্ণফুলী ঘাটের মো. ইউছুফের দল। প্রতিযোগিতায় কর্ণফুলী এবং আশেপাশের উপজেলার ১১ দল অংশগ্রহণ করে।
এর আগে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।
এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন চৌধুরী, সাবেক ভিসি মোজাম্মেল হক, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবায়েরুল আলম মানিক, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বদরুল হক, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মনিরুল আবছার প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের ধারক-বাহক এই চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং কর্ণফুলীকে দূষণ থেকে বাঁচাতে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ