রাঙামাটিতে স্বেচ্ছাসেবক-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে বিশেষ অভিযানে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) ভোর রাতে ও শুক্রবার রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো রাঙামাটি শহরের ভেদভেদী নতুনপাড়া এলাকার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক আব্দুল করিম ও রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ২নং ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেন রুবেল ওরফে লালু।

রাঙামাটি কোতয়ালী থানা কর্তৃপক্ষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশনা দিয়েছেন।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top