চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে মরিয়ম বেগম (৩০) নামের এক নারী একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন।
শনিবার (১০ মে) দুপুরে বিরল এই ঘটনার সাক্ষী হয়েছে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ। একসাথে জন্ম নেয়া ছয় শিশুর মধ্যে—পাঁচজন কন্যা ও একজন পুত্র।
এই শিশুদের জন্ম হয়েছে স্বাভাবিক (নরমাল) ডেলিভারির মাধ্যমে। সফল এই জটিল ডেলিভারি করিয়েছেন হাসপাতালটির গাইনী বিশেষজ্ঞ ডা. নাজনীন সুলতানা লুলু। বর্তমানে মা এবং ছয়টি নবজাতক— সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, মরিয়ম বেগম নামে এই নারীর স্বামীর নাম নুর মোহাম্মদ। তাদের বাড়ি কক্সবাজার ঈদগাঁহ উপজেলার জাকির পাড়া গ্রামে।একটি মধ্যবিত্ত পরিবারের এই সাহসিনী মা চিকিৎসকদের সহায়তায় ছয় সন্তানের জন্ম দেন, যা সাধারণত সিজারিয়ান ডেলিভারির মাধ্যমেই হয়ে থাকে। তবে চিকিৎসকদের পূর্বপ্রস্তুতি, দক্ষতা ও অভিজ্ঞতার কারণে স্বাভাবিকভাবে এই ডেলিভারি সম্পন্ন হয়।
হাসপাতালের নিউনেটাল ইউনিট থেকে জানানো হয়- ছয় নবজাতকের মধ্যে একজন ছাড়া বাকিজনদের ওজন তুলনামূলকভাবে কম হলেও তারা ঝুঁকিমুক্ত। তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ চলছে।
এ বিষয়ে ন্যাশনাল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. কারিশমা সুলতানা বলেন, গত ৫ বছরে প্রতিমাসেই ন্যাশনাল হাসপাতালে আমার দেখা একসঙ্গে দুইটা থেকে তিনটা পর্যন্ত নবজাতক জন্মের ঘটনা ঘটেছে। কিন্তু নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্মের ঘটনা এবারই প্রথম। ১৯ সপ্তাহের গর্ভাবস্থায় থেকে ওই মা লুলু ম্যাডামের তত্ত্বাবধানে রয়েছেন। তারপর থেকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আমরা সম্ভাব্য জটিলতা আঁচ করতে পেরেছিলাম, শেষমেশ স্বাভাবিকভাবে সফলভাবে ডেলিভারি করাতে পেরেছি।
তিনি আরও বলেন, ছয় নবজাতকের মা এ নিয়ে চারবার সন্তান জন্ম দিয়েছেন। দ্বিতীয়বারের সময় একসঙ্গে চার সন্তানের ভ্রুণ গর্ভে ছিল। কিন্তু সেসময় ওই বাচ্চাগুলো পাঁচমাসের মাথায় নষ্ট হয়ে যায়। ওইসময় তিনি শারীরিক জটিলতায় ভুগে অনেক কষ্ট করেছেন বলেও আমাদের জানিয়েছেন। কয়েকবছর পর আবার আরেকটা বাচ্চা হয়। এইবার আবার গর্ভধারণ করলে আল্ট্রাতে পাঁচ সন্তানের অস্বিত্ব পাওয়া যায়। পরক্ষণে তারা ম্যাডামের তত্ত্বাবধানে চলে আসে। রিপোর্ট অনুযায়ী আমরা জানতাম ৫ জন বেবি হবে কিন্তু ডেলিভারির সময় দেখলাম ছয় জন।
সাধারণত নরমাল ডেলিভারিতে ৪০ সপ্তাহের মতো সময় লাগে। যদি টুইন বেবি হয় তাও কমপক্ষে ৩৪ সপ্তাহ পর্যন্ত সময় নেওয়া হয়। কিন্তু এই বাচ্চাগুলো একটু অপরিপূর্ণ। ৩০ সপ্তাহের মধ্যেই হয়ে গেছে।
এ চিকিৎসক আরো জানান, এই ধরণের গর্ভাবস্থা মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ। অনেক সময় ডেলিভারির সময় অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। এ জন্য আমরা সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আমরা মাথায় রেখেছি— কোনোভাবেই মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হতে দেওয়া যাবে না। ডোনার থেকে শুরু করে ডেলিভারির আগে-পরে সব ধরনের মেডিসিন সব পর্যাপ্ত রাখা ছিল। যাতে ইর্মাজেন্সি তৈরি হলে ব্যবস্থা নেওয়া যায়।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ