চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টা থেকে উপজেলার বিভিন্ন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে — ১০০ গ্রাম গাজা, ২ হাজার ৫০টি ইয়াবা, দুটি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, একটি অস্ত্র তৈরির যন্ত্রাংশ, চারটি রামদা, দুটি ছুরি, একটি চাকু ও তিনটি কিরিচ।
কক্সবাজার র্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার একটি অপরাধপ্রবণ জেলা। এখানে মাদক, চোরাচালান ও অপহরণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। সম্প্রতি মাদক ও অপহরণ দুটো অপরাধই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তথ্যসূত্র মতে- মাদকের পাশাপাশি গত ৩ মাসে কক্সবাজার জেলায় চল্লিশটির মত অপরহণের ঘটনা ঘটেছে। তন্মধ্যে ৩০টির মতো ঘটনা এই দুই উপজেলা টেকনাফ ও উখিয়াতে সংঘটিত হয়েছে। এসব উপজেলায় নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালিত হবে।
গোয়েন্দা সূত্র বলছে- উপজেলা দুটিতে অপহরণকারীরা সাধারণত ভিকটিমদের উখিয়ার জালিয়াপালং, শ্যামলাপুর, কুটুমগুহা এবং টেকনাফের রঙ্গীখালী, আলীখালী ও জালিয়া পাড়ার গহীন অরণ্যে রাখে। গহীন এলাকাগুলো আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক দুর্গম হওয়াতে সন্ত্রাসী, ডাকাতগণ তাদের নিরাপদ আশ্রয় মনে করে।
চাটগাঁ নিউজ/জেএইচ