পড়া হয়েছে: 16
চাটগাঁ নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
হান্নান মাসুদ লিখেছেন, আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেয়া হলো। এরপরও কি ইন্টেরিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে!
তিনি আরও বলেন, হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান।
চাটগাঁ নিউজ/এমকেএন