চাটগাঁ নিউজ ডেস্ক: চন্দনাইশে সাঙ্গু নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একইসঙ্গে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে লালু জলদাশ নামক একজনকে অর্থদণ্ড করা হয়। জব্দকৃত জাল পরবর্তীতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার সাঙ্গু নদীর বৈলতলী ঘাট হতে দোহাজারী ব্রীজ পর্যন্ত অংশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, পুলিশের একটি দল ও আনসার সদস্যরা, উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান জানান, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে চন্দনাইশে সাঙ্গু নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ২০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং লালু জলদাশ নামক একজনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ মোতাবেক নদীতে কারেন্ট জাল ব্যবহারের দায়ে পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, আজকের অভিযানে সাঙ্গু নদী থেকে ২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয় এবং জেলেকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ভবিষ্যতেও উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন