কুমিল্লাকে নিয়ে গাইলেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক: গানে গানে নিজ জন্মস্থান কুমিল্লার প্রতি গভীর প্রেম, ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র তুলে ধরলেন বাংলা গানের যুবরাজ’খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘বাংলাদেশের কেল্লা’ শিরোনামে গানটি লিখেছেন কুমিল্লার ইতিহাস গবেষক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। সুর-সংগীত করেছেন ভারতের বিজন ভট্টাচার্য্য।

গানটিতে কুমিল্লার প্রাচীন ইতিহাস, বিশ্বব্যাপী প্রভাব, আধুনিক অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ তুলে ধরার পাশাপাশি উঠে এসেছে বীরত্বগাঁথা ও সংগ্রামী অতীতও। আর গানের মূল থিম- কুমিল্লার গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে গর্বের সঙ্গে এই প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়া।

গানের গীতিকবি আবুল কাশেম হৃদয় বলেন, ‘কুমিল্লার ইহিাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে গানটি রচনা করা হয়েছে। ইতিমধ্যেই গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই গানটি কণ্ঠশিল্পী আসিফ আকবরের ইউটিউব চ্যানেল ও দৈনিক কুমিল্লার কাগজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top