আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় সিএনজি চালকের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় বাসা ভাড়া থেকে ঝুলন্ত অবস্থায় মোঃ আরফাত (১৮) নামের এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার কালাবিবির দিঘির মোড়স্থ রাজু কলোনির একটি বাসার বারান্দা থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত সিএনজি চালক উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া হাজির পাড়া এলাকার সিএনজি চালক কাইছার মিয়ার পুত্র।

পারিবারিক কলহের জেরে এ সিএনজি চালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সন্ধ্যায় কলোনির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে তারা নিহতের চাচাকে খবর দেন। এসময় ভিতর থেকে দরজা আটকানো ছিলো৷ পরে থানা পুলিশকে খবর দিলে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

নিহতের পিতা মো. কায়সার জানান, এক বছর আগে আমাদের একই ইউনিয়নের সরেঙ্গা গ্রামের এক মেয়ের সাথে বিবাহ হয়েছে। তার সংসারে ১ মাস ১০ দিন বয়সী এক সন্তান রয়েছে। গত ১৫ দিন ধরে সে বাড়িতে যায়নি। সে যে বাসা ভাড়া নিয়েছে তা আমরা জানতাম না।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, এক যুবকের আত্মহত্যার খবর পেয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ দরজার পাশে রশিতে ঝুলানো লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top