রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের গোডাউন ব্রীজ থেকে নেছার উল্লাহ শাহ (রহ:) এর মাজার পর্যন্ত কর্ণফুলী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকার ঘরবাড়ি, ফসলিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, সম্প্রতি নদী থেকে ভারী ড্রেজারের সাহায্যে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করা হচ্ছে। অনুমোদনহীন এই বালি মহাল বন্ধের জন্য এলাকাবাসী বাঁধা দিলেও উল্টো তাদের প্রতিনিয়ত ভয়-ভীতি ও হামলা করা হচ্ছে।
সোমবার (৫ মে) সকালে অপরিকল্পিতভাবে অবৈধ বালি উত্তোলন বন্ধ ও ভাঙনের কবল থেকে নদীর তীর রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সরফভাটা ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।
পশ্চিম সরফভাটা সিকদারহাটখোলা এলাকায় আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শতাধিক মানুষ। পরে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় খাইরুল ইসলাম, মোহাম্মদ তারেক, নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান তালুকদার, ছাবের তালুকদার, মো. নাজের মেম্বার, জাহাঙ্গীর আলম মাস্টার প্রমুখ।
তারা জানান, সরফভাটা গোডাউন ব্রীজ থেকে নেছারুল্লাহ শাহ’র (রহ:) মাজার এলাকা সংলগ্ন জুরুর মুখ পর্যন্ত তীব্র ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি একাধিক অত্যাধুনিক বালি তুলার মেশিন ভলগেট দিয়ে ক্রমাগত বালি উত্তোলনের ফলে নদীভাঙন আরও ব্যাপক আকার ধারণ করছে। এলাকার মানুষ বাধা দিলে ফাঁকা ফায়ার, নদীপথে বোট নিয়ে এসে হামলা করেছে বলে অভিযোগ করেন তারা।
শেষে বালি উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসানের কাছে লিখিত স্মারকলিপি দিয়েছেন তারা। তিনি বালি উত্তোলন বন্ধে এবং ভাঙনের কবল থেকে তীর রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন