ওয়ানডে র‌্যাংকিংয়ে অবনমন, ‘দশ নম্বর মহাবিপদ সংকেত’ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: একটা সময় ছিল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বিশ্বসেরা দলগুলোর চোখে চোখ রেখে কথা বলত। কিন্তু সেই সব দিন এখন কেবলই স্মৃতি। এই ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি জয়ও না পাওয়া, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হাতছাড়া এবং বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতা। সব মিলিয়ে সাফল্য তলানিতে। তারই ধারাবাহিকতা দেখা গেল আইসিসির সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে।

বাংলাদেশ নেমে গেছে দশ নম্বরে-এমন এক অবস্থানে, যা এক দশক আগেও ভাবা হতো অবনতির প্রতীক। মানে ওয়ানডেতে বাংলাদেশের জন্য এখন ‘দশ নম্বর মহাবিপদ সংকেত!’ টানা ব্যর্থতায় এখন ঝড়ের সংকেতেরই মতো মহা বিপদের মুখে দাঁড়িয়ে দল।

আজ সোমবার আইসিসি প্রকাশ করেছে তিন বছরের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত বাৎসরিক র‍্যাঙ্কিং। এতে বাংলাদেশ হারিয়েছে ৪ রেটিং পয়েন্ট। আগের ৮০ থেকে নেমে এখন রেটিং ৭৬। এই পতনের ফলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে পড়ে টাইগাররা ঠাঁই পেয়েছে দশম স্থানে। আর সেই জায়গাটাই এখন ‘বিপদ সংকেত’ হিসেবে ধরা পড়ছে।

বাংলাদেশের ওপর উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ, যারা নিজেদের সাম্প্রতিক সিরিজে কিছু ভালো পারফরম্যান্সের সুবাদে অর্জন করেছে পাঁচ রেটিং পয়েন্ট। অথচ কয়েক বছর আগেও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিয়মিত সেরা সাত দলের মধ্যে থাকত বাংলাদেশ, যাদের ঘরের মাঠের শক্তি এবং ধারাবাহিকতা ছিল প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ।

শীর্ষস্থানে অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। রেটিং পয়েন্ট ১২৪। চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স-আপ নিউজিল্যান্ড আছে দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়া নেমে গেছে তৃতীয়তে। দক্ষিণ এশিয়ার আরেক দল শ্রীলঙ্কা উঠেছে চতুর্থ স্থানে, যা তাদের সাম্প্রতিক ঘরের মাঠের সাফল্যেরই প্রতিফলন।

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা কিছুটা ছন্দ হারিয়ে পিছিয়ে পড়েছে। আফগানিস্তানও রেটিং বাড়িয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। ইংল্যান্ড পিছিয়ে গেছে অষ্টমে। আর নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top