জুলাই বিপ্লবে শতাধিক নেতাকর্মী আহত হয়েছে দাবি ছাত্রসেনার

নিজস্ব প্রতিবেদক : জুলাই বিপ্লবে ছাত্রসেনার শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম শাখা।

শহীদ মাওলানা রইস উদ্দিন কাদেরী হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঘোষিত অবরোধ কর্মসূচি ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে সংগঠনটি।

আজ সোমবার (৫ মে) নগরের চেরাগী মোড় শাহ আনিস মসজিদ মার্কেটের তৃতীয় তলায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম শাখার দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীদের উপর পুলিশের সাথে জোট বেঁধে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হেলমেট পড়ে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।

সংবাদ সম্মেলনে বক্তারা ইসলামী ছাত্রসেনার অবরোধ কর্মসূচি চলাকালে সংগঠনের নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। একই সাথে সংগঠনের পক্ষ থেকে আগামীকাল ৬ মে দেশব্যাপী কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি পালনকালে চট্টগ্রামসহ দেশব্যাপী সরকারের লেলিয়ে দেয়া আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হেলমেট পরিহিত অবস্থায় জামায়াত শিবিরের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এ হেলমেট বাহিনীর মুখোশ খুলে গেছে। তারা ৫ আগষ্টের পর থেকে দেশব্যাপী মব জাস্টিস চালিয়ে যাচ্ছে। আজ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সাথে একাত্ম হয়ে আমাদের নেতাকর্মীদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে। দুঃখের বিষয়, হামলাকারীদেরকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষ মদদ দিয়েছে। তাদের বিরুদ্ধে কোন ধরণের আইনি ব্যবস্থা নেয়নি তারা। উপরন্তু আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীকে আটক করেছে। চট্টগ্রামে ইসলামী ছাত্রসেনার ২৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে পাঁচলাইশ থানা এলাকা থেকে ১৪ জন ও চান্দগাঁও থানা এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে। নরসিংদীতে আমাদের এক নেতা নিখোঁজ, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন ও গাজীপুরে ৫ জনকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য এনাম রেজা, চট্টগ্রাম শাখার মিডিয়া প্রধান ফরিদুল ইসলাম, ইসলামী ছাত্রসেনার নেতা আদনান তাহসীন আলমগীর, মুহাম্মদ জাহেদুল আলম, শামসুল আরেফিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top