মাদারবাড়িতে নির্মাণাধীন ভবনের নিচে ‘মর্টার শেল’

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচে পাওয়া গেল অবিস্ফোরিত ৬টি ‘মর্টার শেল’। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলগুলো উদ্ধার করেছে।

আজ সোমবার (৫ মে) দুপুরে নগরীর পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন সরকার পুকুরের পাশে নির্মাণাধীন ভবনের নীচ থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনটির পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি তুলতে গিয়ে বোমাসদৃশ ৬টি বস্তু দেখতে পান নির্মাণ শ্রমিকরা। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, দুপুর একটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা সাদৃশ্য ছয়টি বস্তু উদ্ধার করেছে। দেখে মনে হচ্ছে এগুলো বেশ পুরোনো। বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ

Scroll to Top