চাটগাঁ নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে আরো পাঁচ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ নিয়ে চলতি বছর ১ মে পর্যন্ত নতুন করে রোহিঙ্গার সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৮ হাজারে।
শনিবার (৩ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, নতুনভাবে আসা রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ১৮ হাজারে দাঁড়িয়েছে। তারা কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে আছে। কেউ আবার বিদ্যালয়সহ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিয়েছে। নতুন রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে সম্প্রতি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) বাংলাদেশকে চিঠি দিয়েছে। তবে গতকাল পর্যন্ত বাংলাদেশ চিঠির জবাব দেয়নি।
জানা গেছে, সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে সংশ্লিষ্টতার অজুহাতে মিয়ানমারের রাখাইনের মংডুতে বসবাসরত রোহিঙ্গাদের ওপর নতুন করে হামলা চালাচ্ছে রাজ্যটির নিয়ন্ত্রণ নেওয়া সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্যরা। এতে ওইসব এলাকার রোহিঙ্গারা কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে বসবাসরত তাদের স্বজনের সঙ্গে যোগাযোগ করে পালিয়ে আসছেন।
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও স্থলপথে বিজিবির টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে মাদক-মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ